শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:০৮ অপরাহ্ন
এম.এ হালিম,বার্তাসম্পাদক ॥ ইউনিয়নে অবকাঠামো ও সামাজিক উন্নয়নে অবদান রাখায় ভৈরবে প্রবাসিদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার সকালে মানুষ মানুষের জন্য টিম সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা ও আলোচনাসভার আয়োজন করা হয় ।
মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি সৌমিক আহম্মেদ শফিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগানগর ইউপি সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, বর্তমান ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম,ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম,সরকারি জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি মোঃ ইদ্রিছ মিয়া । এ সময় বক্তারা বলেন, মানুষের কল্যাণে মানুষকে কিছু করতে হবে । তাছাড়া আগানগর ইউনিয়ন সৌদি প্রবাসি কল্যাণ সংস্থা মানুষের কল্যাণে এবং আগানগর ইউনিয়নকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছেন এবং আরো কাজ করার জন্য সকলের মতামত চেয়েছেন । সত্যি এটি প্রশংসার দাবিদার ।