শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ শহরে পরকিয়ার জেরে মামীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে। অভিযুক্ত ভাগ্নে মামুনকে (৩০) গ্রেফতার করেছে কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ। শনিবার, ২৩ জুলাই দুপুর ২টার দিকে জেলা শহরের হারুয়া কলেজ রোড এলাকায় ওয়াসীমুদ্দিন ছাত্রাবাসেরবিপরীতে নৃশংস এ হত্যাকা-ের ঘটনাটি ঘটে। নিহত রোকসানা আক্তার (৩০) হারুয়া এলাকার মো. তাইজুলের স্ত্রী। অভিযুক্ত মামুন জেলা শহরের হারুয়া ক্লাসিক গলির সোহরাবের ছেলে।
স্থানীয়রা বলছে অভিযুক্ত মামুন তার মামা তাইজুলের বাড়িতে প্রায়ই আসা যাওয়া করতো। মামুনের সাথে মামী রেকসানার পরকিয়ার সম্পর্ক ছিলো। নিহত রেকসানার সাথে মামুনের কলহ চলছিলো। তারই জেরে মামুন তার মামীকে হত্যা করেছে বলে স্বামী তাইজুল ইসলামসহ স্থানীয়রা ধারণা করছেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মামুনকে আটক করে। এ সময় হত্যাকা-ে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে জব্দ করা হয়।
পারিবারিক কোন বিরোধের জের ধরে হত্যাকা-ের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।