শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন

ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২৫, নিহত ১

ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২৫, নিহত ১

 দর্পন ঘোষ কটিয়াদী (কিশোরগঞ্জ প্রতিনিধি):

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে হুমায়ুন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। শুক্রবার (২২ জুলাই) সকালে উপজেলার ধুলদিয়া বাজারে রায়খলা ও সতরদ্রোন গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হুমায়ুন উপজেলার রায়খলা গ্রামের সাবেক ইউপি সদস্য কামাল হোসেনের ছেলে। আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৩০ থেকে ৪০ রাউন্ড ফাঁকগুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে ধুলদিয়া হাজী শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সতরেদ্রোন গ্রামের দুইদল ফুটবল খেলতে আসে। এ সময় ওই মাঠে রায়খলা গ্রামের ছেলেরাও ফুটবল খেলতে চাই। এই নিয়ে উভয় গ্রামের খেলোয়াড় ও গ্রামবাসীর মাঝে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দিকে দুই গ্রামের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে শুক্রবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় গুরুতর আহত হন হুমায়ুন। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় বিরাজ করছে থমথমে পরিবেশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩০ থেকে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana