বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:১৮ অপরাহ্ন

নিকলী হাওরে পানিতে ডুবে পর্যটক নিহত

নিকলী হাওরে পানিতে ডুবে পর্যটক নিহত

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের নিকলীর হাওরে ঘুর‌তে গি‌য়ে পা‌নি‌তে ডু‌বে এক পর্যট‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় জী‌বিত উদ্ধার করা হয় অপর দু’জনকে। শুক্রবার সকালে নিকলী উপ‌জেলা সদ‌রের কুর্শা হাও‌রে এ ঘটনা ঘটে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিকলী হাও‌রে ঘুর‌তে এ‌সে কূর্শা এলাকায় গোসল কর‌তে নে‌মে পা‌নি‌তে তলি‌য়ে যায় তিন বন্ধু আকাশ, তু‌হিন ও হা‌সিব। এ সময় পা‌নিতে ডু‌বে মারা যায় আকাশ। খবর পে‌য়ে নিকলী উপজেলা ফায়ার সা‌র্ভিসের সদস্যরা ও স্থানীয়রা অপর দু’জনকে জী‌বিত উদ্ধার ক‌রে নিকলী উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে পাঠায়। ‌নিহত আকাশ (২৩) মাদা‌রীপু‌রের কাল‌কি‌নি উপ‌জেলার দ‌ক্ষিণ রাজ‌দি গ্রা‌মের রেজাউল ক‌রি‌মের ছে‌লে।

অপর দিকে আহত তু‌হি‌ন (২৪) কি‌শোরগ‌ঞ্জের বা‌জিতপু‌র উপজেলার নান্দিনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এবং আহত হা‌সিব (২৩) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপ‌জেলার কিসমত রামপুর গ্রামের ফরিদ সিকদারের ছেলে। আহত দুজন নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana