কিশোরগঞ্জের কটিয়াদীতে মৃত্যুর ১৮ মাস ২৪ দিন পর কবর থেকে উত্তোলন করা হলো কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিনের মরদেহ।মঙ্গলবার দুপুরের জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম কটিয়াদী পৌর সভার বীরনোয়াকান্দির মহল্লার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।কবর থেকে মরদেহ উত্তোলনের পর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতলের মর্গে প্রেরনের সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওনির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা সিআইডিরউপ-পরিদশর্ক মো. রফিকুল ইসলাম।গত ২৩শে ডিসেম্বর ২০২০ সনে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের উপজেলারআচমিতা ইউনিয়নের চারিপাড়া নাম স্থানে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়।ঘটনাস্থল থেকে পথচারীগণ তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার্ডকরেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সিএমএইচ হাসপাতালে আইসিইউতে ২৫শেডিসেম্বর তার মৃত্যু হয়। ২৬শে ডিসেম্বর জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফনকরা হয়। ঘটনার ১৪ মাস ৮ দিন পর ২ ফেব্রুয়ারি-২২ তারিখে আব্দুল ওয়াহাব আইন উদ্দিনেরপ্রবাস ফেরত ভাতিজা মো. রফিকুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ জুডিশিয়ালআদালতে ৫ জনের নাম উল্লেখ ও ৮/১০ জনের অজ্ঞাত নামা আসামি করে একটি মামলা দায়ের করেন।মামলার বাদী নিহত আব্দুল ওয়াহাব আইন উদ্দিনের ভাতিজা মো. রফিকুল ইসলাম জানান, আমার চাচা সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন মারা যাওয়ার সময় আমি বিদেশে ছিলাম । বাড়িতে এসে আমি জানতে পারি আমার চাচা মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যান। তিনি দুর্ঘনটায় মারা গেলেও ঐ মোটর সাইকেল চালক সজিব মিয়ার কিছুই হয়নি। আমাদের পরিবারের লোকজনের ধারণা তিনি দুর্ঘটনায় মারা যাননি। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করার জন্য সড়ক দুর্ঘটনা সাজানো হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা (সিআইডি) উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, আদালতের নির্দেশেই আব্দুল ওয়াহাব আইন উদ্দিনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মরদেহের সুরতহাল করে ফরেনসিক টেষ্টের জন্য পাঠানো হবে। ফরেনসিক টেষ্টের রিপোর্টে আসার পরই মামলার পরবর্তী কর্যক্রম চালানো হবে। কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল জানান, আদালতের নির্দেশেই আব্দুল ওয়াহাব আইন উদ্দিনের লাশ কবর থেকে উত্তোলনের পর সুরতহাল করে ময়না তদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।