সোমবার, ০৫ Jun ২০২৩, ০৫:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদীতে লিটন মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এলোপাতারী কুপিয়ে খুন করেছে।
রবিবার, ১৭ জুলাই রাতে কটিয়াদী উপজেলার পাঁচলগোটা বাসস্ট্যান্ডে নৃশংস এ ঘটনাটি ঘটে।
নিহত লিটন মিয়া পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে ঘিলাকান্দি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ব্যবসায়ী বাদলকে বাড়ি পৌঁছে দিয়ে ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে পাঁচলগোটা বাসস্ট্যান্ডে লিটন মিয়ার উপর আক্রমন করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা এলোপাতারী কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কটিয়াদী থানার ওসি জানান, এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচলগোটা ঘিলাকান্দি গ্রামের মনু, তার ছেলে দীপু ও তার ভাইসহ ৫জনকে গ্রেফতার করেছে। তদন্ত ও আরো আসামিদের ধরতে অভিযান চলছে।