সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাড়ে আট কেজি গাঁজা, ২৯ পিস ইয়াবা, জাল টাকা মাদক বিক্রির নগদ ৬ হাজার ৭৯০ টাকাসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
মো. কামাল(৩৮) করিমগঞ্জ উপজেলার মোলামখাঁরচর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে।
শনিবার, ১৬ জুলাই রাত পৌনে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আসামির নিজ রান্নাঘরের মেঝে গর্ত করে একটি ড্রামে লুকিয়ে রাখা সাড়ে আট কেজি গাঁজা, ২৯ পিস ইয়াবা, একটি করে ৫শ’ ও ১ হাজার টাকার জালনোট এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ৭৯০ টাকাসহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিডি চ্যানেল ফোরকে বিষয়টি জানান,র্যাব ১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার (উপ-পরিচালক) মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ব্যাপারে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় করিমগঞ্জ থানায় মামলা হয়েছে।