রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:২১ অপরাহ্ন
খেলা ডেস্ক:
শ্রীলংকার চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপ আয়োজন করা কঠিন। শ্রীলংকার এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) আগাম জানিয়ে রেখেছে লংকানরা না পারলে বিসিবি এশিয়া কাপ আয়োজনে প্রস্তুত।
তবে শ্রীলংকার ক্রিকেটের সচিব মোহন ডি সিলভা জানিয়েছেন, এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবারের আসর সংযুক্ত আরব আমিরাতে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।ডি সিলভা বলেন, সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি।
২০২২ সালের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা মূল পর্ব। এর আগে ২০ থেকে ২৬ আগস্ট হওয়ার কথা বাছাইপর্ব।
মূলপর্বে সরাসরি খেলবে পাঁচ টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাছাই পর্বে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আমিরাত থেকে একটি দল জায়গা করে নেবে মূল লড়াইয়ে।