শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:২৫ অপরাহ্ন
মোঃ মাইন উদ্দিন, কুলিয়ারচর প্রতিনিধিঃবিরোধ জমি নিয়ে। এই বিরোধকে কেন্দ্র করে এক অবসরপ্রাপ্ত ইউপি সচিবের পরিবারকে মামলা, হামলা ও সাংবাদিক দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করানো সহ নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে এক ইতালি প্রবাসীর বিরুদ্ধে। ইতালি প্রবাসীর নাম আশরাফুল ইসলাম মিরন। সে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটি কাটা গ্রামের মৃত কুদ্দুস রুহুল আমিনের পুত্র। আর ভুক্তভোগীরা হলেন, একই গ্রামের এবং প্রতিবেশী মৃত চান্দ মিয়ার পুত্র ছয়সূতী ইউনিয়ন পরিষদের সাবেক সচিব সাফি উদ্দিন আহমেদ ও তার পরিবার। জানা যায়, প্রবাসী আশরাফুল ইসলাম মিরন কয়েক মাস আগে ইতালি থেকে ছুটিতে দেশে এসে অবসরপ্রাপ্ত ইউপি সচিব সাফি উদ্দিন আহমেদ এর জায়গা জবরদখল করে তিনতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের কাজ শুরু করে। সাফি উদ্দিন আহমেদ এর পক্ষ থেকে ভবন নির্মানে বাধা নিষেধ দিলে প্রবাসী আশরাফুল ইসলাম মিরন ও তার ভাই-ভাতিজা তাদেরকে প্রাণ নাশের হুমকি ধামকি দেয়। এ ঘটনায় সাফি উদ্দিন আহমেদ এর পুত্র মোঃ মাজাহারুক হক জিতু বাদী হয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর পৃথক দু’টি অভিযোগপত্র দায়ের করেন। পরে ভবন নির্মাণ কাজ স্থগিত হয়। এর আগে গত ২০ জুন সাফি উদ্দিন আহমেদ, মোঃ মিজানুর রহমান ও মোঃ ইমরানুর রহমান বাদী হয়ে ইতালি প্রবাসী আশরাফুল ইসলাম মিরনকে প্রধান বিবাদী করে ৭ জনের নামে কুলিয়ারচর সহকারী জজ আদালত (বাজিতপুর চৌকি), জিলা- কিশোরগঞ্জ-এ একটি মোকদ্দমা অন্য প্রকার নং- ১০৮/২০২২ ইং দাখিল করেন। বাদী পক্ষ মোকাদ্দমায় উল্লেখ করেন, গত ১৮ জুন ২০২২ ইং তারিখ তাদের দখলীয় জায়গা বেআইনিভাবে দখল করার চেষ্টা করে প্রবাসী আশরাফুল ইসলাম মিরনসহ মোকাদ্দমায় উল্লেখিত বিবাদীগন। পূর্বের বিরোধের জের ধরে পুনরায় গত মঙ্গলবার (১২ জুলাই) সকালে প্রবাসী আশরাফুল ইসলাম মিরন তার লোকজন নিয়ে অবসরপ্রাপ্ত ইউপি সচিব সাফি উদ্দিন আহমেদ এর লোকজনের উপর হামলার প্রস্তুতি নেয়। এ বিষয়টি জনতে পেয়ে সাফি উদ্দিন আহমদ এর পক্ষ থেকে কুলিয়ারচর থানা পুলিশকে অবগত করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে উভয় পক্ষকে ডেকে থানায় যেতে বলেন। উভয় পক্ষ থানায় যাওয়ার পর পুলিশ সামাজিক সালিশ দরবারের মাধ্যমে আপোষ মিমাংসা লক্ষ্যে ইতালি প্রবাসী আশরাফুল ইসলাম মিরন ও সাফি উদ্দিন আহমেদ এর পক্ষের মুসলেকা নিয়ে এক মাসের মধ্যে আপোষ মিমাংসা করার কথা বলে দেয়। এদিকে এ ঘটনায় “কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ইতালি প্রবাসীসহ আহত-২” শিরোনামে “দৈনিক পূর্বকণ্ঠ” সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক আইডি থেকে একটি সংবাদ প্রকাশিত হয়। অন্যদিকে প্রকাশিত এ সংবাদের তীব্র নিন্দা জানিয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত ইউপি সচিব সাফি উদ্দিন আহমেদ এর পুত্র মোঃ রফিকুল ইসলাম টিটু বলেন, গত মঙ্গলবার ১২ জুলাই সকালে ইতালি প্রবাসী আশরাফুল ইসলাম মিরন তার লোকজন নিয়ে আমাদের উপর হামলার প্রস্তুতি নেয়। পরে আমরা আত্মরক্ষার্থে থানা পুলিশের সহযোগিতা নেয়। সংবাদ পেয়ে পুলিশ আসলো, দুই পক্ষকে থানায় ডেকে নিল, অথচ একজন সাংবাদিক এর একদিন আগে, অর্থাৎ গত ১১ জুলাই সোমবার সকাল ১০ ঘটিকার সময় মারামারির ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় ২জন আহত হয়েছে দেখিয়ে সংবাদ লিখলো কিভাবে? কেন এমন মিথ্যা সংবাদ? এ প্রশ্ন জাতির কাছে রইল। তিনি আরও বলেন, শুধু এ সংবাদ-ই নয়, ঐ সংবাদকর্মী আমাদের এ বিরোধ নিয়ে আগেও এমন মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। ঘটনাস্থলে না এসে আমাদের প্রতিপক্ষের দেওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ লিখেছেন। যা আধো সত্য নয়। গত সোমবার ১১ জুলাই মারামারির ঘটনা ঘটেছে কি-না জানতে ইতালি প্রবাসী আশরাফুল ইসলাম মিরনের মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ করেই ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেয়।