শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:১৮ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ নীলগঞ্জ সড়কের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমান বাসায় শুক্রবার রাত আনুমানিক ২ ঘটিকার সময়ে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে রাতেই কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তার আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় বাসিন্দা মোঃ ছিদ্দিকুর রহমান জানান, বাসায় অগ্নিকান্ডে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকান্ডে বাসার ভেতরে থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।