ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির প্রধান হলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি কিশোরগঞ্জের সন্তান হারুন অর রশিদ। এর আগে তিনি ডিবির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ও গোয়েন্দা উত্তর বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার পদে দায়িত্ব পালন করেন।
বুধবার, ১৩ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে নতুন পদে পদায়ন করা হয়।
গত ১১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হারুন অর রশিদকে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদে পদোন্নতি দেয়া হয়। অপর এক আদেশে তাকে অতিরিক্ত পুলিশ কমিশনার পদে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়।
‘একুশে টাইমস্ ’ পরিবারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।