বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:৩৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার কারণ জানিয়েছে হত্যাকারী তাৎসুইয়া ইয়ামাগামি।
আর এ বিশ্বাসের কারণে শিনজো আবেকে সে গুলি করে হত্যা করার পরিকল্পনা করে এবং শুক্রবার মিশন শেষ করে।
অবশ্য ঠিক কি কারণে শিনজো আবে বা একটি নির্দিষ্ট গ্রুপের প্রতি তার ক্ষোভ ছিল সেটি জানায়নি পুলিশ।
জাপানের নারা নামক একটি স্থানে গুলিবিদ্ধ হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী।
শিনজো আবেকে খুব কাছে পেছন থেকে গুলি করেন তাৎসুইয়া ইয়ামাগামি।
সে সময় নারায় রাজনৈতিক একটি প্রচারণায় অংশ নিয়েছিলেন আবে। হত্যাকারী তাৎসুইয়া এ নারার বাসিন্দা।
জাপানের গণমাধ্যমগুলো জানিয়েছে, শিনজো আবেকে হত্যা করতে নিজ হাতে অস্ত্র বানিয়েছে হত্যাকারী তাৎসুইয়া।
গুলির ঘটনার পর যে অস্ত্রটি উদ্ধার করা হয় সেটি বানানো হয় দুটি লোহার পাত এবং কাঠের টুকরা দিয়ে। লোহার পাতটি কাঠের টুকরার সঙ্গে স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল। তাছাড়া অস্ত্রটি পুরোপুরি তৈরিও হয়নি।