সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৩৬ অপরাহ্ন

উন্মোচিত হলো আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি, ব্যতিক্রম পেছনের দিকে

উন্মোচিত হলো আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি, ব্যতিক্রম পেছনের দিকে

খেলা ধুলা ডেস্ক:

আসন্ন কাতার বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে আর্জেন্টিনা। শুক্রবার ৮ জুলাই দেশটির ফুটবল ফেডারেশন টুইটারে নতুন জার্সির ছবি প্রকাশ করেছে।

আর্জেন্টিনা ২০১৮ রাশিয়া বিশ্বকাপে যে জার্সি পড়ে খেলেছিল তাদের নতুন জার্সিটা প্রায় একইরকম।

জার্সিটির সামনের ভাগে রয়েছে তিনটি আকাশী নীল স্টেপ। আর দুটি সাদা স্টেপ।

তবে কিছুটা ব্যতিক্রম রয়েছে পেছনের ভাগে। জার্সিটির পেছন দিকে সামনের মতো নীল রঙের তিনটি মোটা স্টেপ দেওয়ার বদলে রয়েছে দুটি স্টেপ। মাঝের মোটা আকাশী নীল স্টেপের বদলে অনেকটা আর্জেন্টিনার পতাকার আদলে ডিজাইন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana