সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৪৩ অপরাহ্ন
এম.এ হালিম,বার্তা সম্পাদক:
কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমাণ আদালত। বুধবার (০৬ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রানীরবাজার ও চকবাজারে ৩ টি গোডাউন ও ২টি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ করে ভ্র্যাম্যমাণ আদালত। এ সময় দোকানের ১ কর্মচারীকে আটক ও করা হয়। এ সময় ভ্র্যামমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জুলহাস হোসেন সৌরভ। এ সময় সাথে ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান সুজন ও থানা পুলিশ। পরে রাত ৯ টার দিকে জব্দকৃত জালগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ও সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান সুজন নৌ-থানার অফিসার ইনচার্জ সাঈদুর রহমানের উপস্থিতিতে মেঘনা নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধব্বংস করা হয়। এ ছাড়া আটককৃতকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, কারেন্ট জাল দিয়ে নদীতে মাছ ধরা অবৈধ। তাই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধব্বংস করা হয়েছে এবং ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।