শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

ঢাকায় ব্যাংক লেনদেন রাত ৮টা পর্যন্ত, শক্র-শনিবারও খোলা

ঢাকায় ব্যাংক লেনদেন রাত ৮টা পর্যন্ত, শক্র-শনিবারও খোলা

একুশে টাইমস্ ডেস্ক:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা শহরে কুরবানি পশুর হাটের আশেপাশের ব্যাংকের শাখাগুলো রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ব্যাংক প্রয়োজন বোধে কুরবানির পশুর হাটে অস্থায়ী বুথও খুলতে পারবে। আগামী শুক্র ও শনিবার ওইসব এলাকার সংশ্লিষ্ট শাখায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে।

সার্কুলারে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত কুরবানির পশুর হাটগুলোর আশেপাশের ব্যাংকের শাখাগুলো ৭ জুলাই পর্যন্ত স্বাভাবিক লেনদেনের পর বিকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অতিরিক্ত দুই ঘণ্টা খোলা রাখতে হবে। একইসঙ্গে আগামী শুক্র ও শনিবার সংশ্লিষ্ট এলাকার ব্যাংকের শাখাগুলো সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে।

এতে আরও বলা হয়, কুরবানির পশুর হাটে ব্যাংক নিজ বিবেচনায় বিশেষ বুথ স্থাপন করতে পারবে। ওইসব বুথও রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana