সোমবার, ০৫ Jun ২০২৩, ০২:২১ পূর্বাহ্ন
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভর্তুতি মূল্যে টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বস্থি দেখা দিয়েছে।
দীর্ঘদিন ধরে ভোজ্য তেল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষের মধ্যে হতাশা বিরাজ করছিল। সরকারের যুগউপযোগী সিদ্ধান্তে ঈদুল আযহা উপলক্ষে হোসেনপুর উপজেলায় ১৬ হাজার ৬শ ৬২ জন ফ্যামেলী কার্ডধারীর মধ্যে ইতোমধ্যে ৯ হাজার ১৬ জনের মধ্যে টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে।
নিম্ন আয়ের পরিবারের মধ্যে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।
ধূলজুরী গ্রামের ঝালমুড়ি বিক্রেতা কাঞ্চন মিয়া জানান, সরকার ঈদ উপলক্ষে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য দেওয়ায় স্বস্থি বোধ করছি।
রোববার (০৩ জুলাই) দুপুরে পৌর এলাকার কুড়িঘাট সংলগ্ন টিসিবি পণ্য বিতরণের আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন-প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন-পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. আক্তার হোসেন দুলালসহ অন্যরা।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ বলেন, দ্রব্য মূলের উর্ধ্বগতির সময় মাননীয় প্রধানমন্ত্রীর এমন মানবিক উদ্যোগ নিশ্চয়ই প্রসংশার দাবী রাখে। উপজেলা পর্যায়ে সকল ফ্যামেলি কার্ডধারীর মধ্যে ভর্তুতি মূল্যে টিসিবির পণ্য সুষ্ঠু ভাবে বিতরণ কার্যক্রম তদারকির জন্য ট্যাগ অফিসার, জনপ্রতিনিধি ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।