শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত যুব মত বিনিময় সভার ৪র্থ দিন ৩০ জুন সকালে ‘প্রযুক্তির ব্যবহার যুবদের ভূল পথে পরিচালিত করার অন্যতম কারণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান স্বেচ্ছাসেবী সংস্থা কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী সেরা ৫ এর মধ্যে তৃতীয় বক্তা নির্বাচিত হয়েছেন। গত ১ জুলাই যুব মতবিনিময়সভার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয় । এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ কে এম শামিমুল হক সিদ্দিকী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইন্সটিটিউট এর রেজিস্ট্রার (যুগ্ম সচিব), মোঃ রফিকুল ইসলাম। বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ ফোরামের সভাপতি একেএম নেয়ামত উল্লাহ বাবু ও রোটারিয়ান আল সাজিদুল ইসলাম দুলালের উপস্থাপনায় অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ইন্সটিটিউটের উর্ধতন কর্মকর্তাবৃন্দ,দেশের জাতীয় যুব পদকপ্রাপ্তবৃন্দ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী বলেন, যুব মতবিনিময়সভায় জেলা কোটায় একজন যুব সংগঠক হিসেবে অংশ গ্রহণ করাটাই আমার কাছে একটি বড় পুরস্কার। মতবিনিময় সভার সব ইভেন্টে অংশ গ্রহণ করতে পারিনি তবে বিতর্ক প্রতিযোগিতা আমার পছন্দের তাই তাতে অংশ নিলে তৃতীয় স্থান লাভ করি। এতে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা বই, কিছু নগদ টাকা পেয়েছি। এই পুরস্কার পাওয়ায় সংুশ্লষ্ট সকলকেই ধন্যবাদ জানাই।