সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু কিছু লোক সবসময় বিরোধিতা করবেই, উলটা-পালটাও বলবে: প্রধানমন্ত্রী আরও তিন দিন ঝড়োহাওয়া বজ্রবৃষ্টির আভাস টি আর,কাবিখার টাকা গোবিন্দপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সম্পাদকের পকেটে ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারি গ্রেফতার কিশোরগঞ্জে জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভা দোয়া ও মিলাদ জারইতলা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কিশোরগঞ্জে বঙ্গবন্ধু উদ্যান ও কেন্দ্রীয় স্মৃতিসৌধ নির্মানের দাবী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হলে বিশ্বনেতা হওয়াও সম্ভব: ডেপুটি স্পিকার
হোসেনপুরে ৩৫ মন ওজনের দৃষ্টিনন্দন রঙ বাহাদুর হাটে

হোসেনপুরে ৩৫ মন ওজনের দৃষ্টিনন্দন রঙ বাহাদুর হাটে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ৩৫ মন ওজনের রঙ বাহাদুর কোরবানীর পশুর হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।
উৎসুক জনতা বড় আকারের ভিন্ন প্রকৃতির গরুটিকে দেখতে প্রতিদিন কৃষকের বাড়িতে ভিড় জমাচ্ছেন।

হোসেনপুর উপজেলাধীন গোবিন্দপুর ইউনিয়নের লাউতলী বাজারের পূর্ব পার্শ্বে গণমান পুরুরা গ্রামের মৃত আবদুল গফুরের পুত্র সিদ্দিকুর রহমান রঙ বাহাদুরের মালিক। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর পশুর হাটে অথবা বাড়ি থেকেই গরুটিকে বিক্রি করতে চান তিনি।
লোকমুখে খবর পেয়ে দূরদূরান্ত থেকে পাইকাররা দাম হাকিয়েছেন ১১ থেকে সাড়ে ১২ লাখ টাকা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কৃষক সিদ্দিকুর রহমানের গৃহপালিত গাভী থেকে প্রিজিয়ান জাতের একটি ষাড় বাছুর জন্ম নেয়।
৪ বছর লালন পালনের পর বর্তমানে রঙ বাহাদুরের ওজন দাঁড়িয়েছে ৩৫ মন (১৪ শ’ কেজি) এর উচ্চতা ৬ ফুট এবং দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট।
কালো রঙ বাহাদুর খুবই ন¤্র ও আরাম প্রিয়। বিচি কলা, ছোলা, কেশারী কলাই, গমের ভূষি, বাঁশপাতা, খেড় , ভুট্রা ইত্যাদি তার নিত্য দিনের খাবার। দৈনিক সাবান দিয়ে গোসলের পর তাকে খাবার দেয়া হয়।
দুপুরের খাবার খেয়ে সে খানিকটা ঘুমিয়ে পড়ে।
প্রতিবেশী রোমান মিয়া জানান, কোনো রোগ বালাই ছাড়াই রঙ বাহাদুর ৪ বছরে পর্দাপন করেছে।

রঙ বাহাদুরের মালিক সিদ্দিকুর রহমান জানান, সখের বশবতি হয়ে রঙ বাহাদুরকে লালন পালন করেছি।

তিনি আরও জানান, কোরবানীর ঈদ উপলক্ষে রঙ বাহাদুরকে ক্রয় করতে ০১৭২৫৩৩৪৬৬১ মোবাইল নম্বরে যোগাযোগ করতে সকলের নিকট আকুতি জানিয়েছেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুল মান্নান জানান, জেলা পর্যায়ের সবচেয়ে বড় গরু কোরবানী হাটে বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়েছে।
রঙ বাহাদুরকে প্রায়ই স্বাস্থ্য পরীক্ষা করেছি এবং তার পরিচর্যার জন্য কৃষককে পরামর্শ দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana