শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি ছুরি, একটি চেইন ও একটি শিুকসহ ৫ জনকে গ্রেফতারকরেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার ৫ জনের মধ্যে হাবুল মিয়া (১৭) কিশোরগঞ্জ সদর উপজেলার কাতিয়ারচর এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে, আব্দুল কাদের (১৭) একই উপজেলার বুরুঙ্গারচর এলাকার মো. কুদ্দুস মিয়ার ছেলে, সাকিব মিয়া (১৭)(মিশুক ড্রাইভার) একই এলাকার লাল মিয়ার ছেলে, আরাফাত হোসেন রনি (১৭ একই এলাকার মো. বিল্লাল মিয়ার ছেলে ও মো: সাইফুল ইসলাম (১৬) কিশোরগঞ্জ সদর উপজেলার খিলপাড়া এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে। এছাড়া একই সাথে থাকা আরো দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।
শুক্রবার, ১ জুলাই গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ শহরের সুইপার কলোনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিডি চ্যানেল ফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার (উপ-পরিচালক) মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিগণ দীর্ঘদিন ধরে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় হয়।
গ্রেফতার ৫ আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।