স্টাফ রিপোর্ট :
শেখ হাসিনা যুব উন্নয়ন ইন্সটিটিউট এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ কে এম শামিমুল হক সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেচ্ছাসেবী সংস্থা কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সভাপতি আমিনুল হক সাদী। মংগলবার (২৮ জুন) তিনি শেখ হাসিনা যুব উন্নয়ন ইন্সটিটিউটটে মহাপরিচালক এর সাথে কুশল বিনিময় করেন এবং যুব সংগঠক সাদীর লিখা দুটি বই উপহার দেন। এসময় ডিজি লেখক ও সংগঠক সাদীকে ধন্যবাদ জানান।
প্রসংগত দেশের যুবদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ঢাকার সাভারে প্রতিষ্ঠিত শেখ হাসিনা যুব উন্নয়ন ইন্সটিটিউট ইতোমধ্যে সমঝোতা স্মারকের মাধ্যমে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ৩.৩৮ একর জমি গ্রহণ করে বিশ্বমানের কোর্স কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। অচিরেই এ ইনস্টিটিউট হতে এমফিল, এম,এস ও বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি প্রদানসহ জাতীয় ও আন্তর্জাতিক যুব সমাবেশ, ইয়ুথ একচেঞ্জ, যুব বিষয়ক আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম বিষয়ক কর্মকান্ড শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে।
যুব বিষয়ক বিভিন্ন প্রকাশনা ও গবেষণার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। অচিরেই এ ইনস্টিটিউটটি বাংলাদেশের যুব বিষয়ক একটি আন্তর্জাতিকমানের যুগোপযোগী প্রতিষ্ঠানে পরিণত হয়ে বাংলাদেশের জন্য গৌরবের একটি প্রতিষ্ঠানে পরিণত হবে।
ইতিমধ্যে ইন্সটিটিউটে ৬ মাস মেয়াদি ডিপ্লোমা ইন আইসিটি, ডিপ্লোমা ইন ওয়েব এপ্লিকেশন, ডিপ্লোমা ইন টুরিজম বিষয়ক কোর্স চালু করা হয়েছে বলে জানাগেছে।বতমানে সারা দেশ থেকে ২০০ এর অধিক যুব সংগঠক সেখানে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে কিশোরগঞ্জ থেকে যুব সংগঠক আমিনুল হক সাদী অংশ নিয়েছেন। গত ২৭ জুন থেকে শুরু হওয়া সভাটি আগামী ১ জুলাই পযন্ত চলবে বলে জানাগেছে।