রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:৪৩ অপরাহ্ন
এম.এ হালিম,বার্তা সম্পাদক ॥
ভৈরবে বন্যা দূর্গত ১ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন । উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ভৈরবের আগানগর,শ্রী-নগর,সাদেকপুর ও গজারিয়াসহ ৪টি ইউনিয়নের বেশ কিছু নি¤œাঞ্চল প্লাবিত হওয়ায় বন্যা দূর্গতদের মাঝে এ ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে । আজ মঙ্গলবার দুপুরে নাজমুল হাসান পাপন স্পীড বোটে বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে আগানগর স্কুল মাঠ,জাফরনগর ও মেন্দীপুরে এসব দূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরনকালে তিনি বলেন, সিলেটের সুনামগঞ্জ ও সিলেটের বানভাসি মানুষের জন্য যে সব ত্রাণ বিতরন করা হয়েছে এখানেও একই ধরনের ত্রঅণ সামগ্রী বিতরন করা হচ্ছে । তিনি সকল কে ধৈর্য ধারনের আহবান জানিয়ে বলেন, মানুষের বিপদে-আপদে সব সময় পাশে থাকবেন । এ সময় সাথে ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ,ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ইফতেখার হোসেন বেণু,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, যুগ্ন সাধারন সম্পাদক খলিলুর রহমান খলিল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জাকির হোসেন কাজল,পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ,সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ , উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক আবুল মনসুরসহ দলীয় নেতা-কর্মীরা । পরে বিকালে শ্রী-নগর হাই স্কুল মাঠে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এডঃ আবুল বাশারের সভাপতিত্বে বিএনপি সমর্থিত দলীয় নেতা-কর্মী এবংবিভিন্ন দল ও জনপ্রতিনিধিসহ ২ হাজার লোক নাজমুল হাসান পাপনের হাত ধরে আওয়ামীলীগে যোগ দান করেন । এ সময় পাপন ফুল দিয়ে তাদের বরণ করে নেন ।