সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৩০ অপরাহ্ন
কুলিয়ারচর প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের কৃতি সন্তান জনবান্ধন রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র সালুয়া ইউনিয়ন শাখার একটানা ৩ বারের সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত মোঃ আমির চাঁন ডিলারের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) বিকেল ৪ ঘটিকায় উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজারের পুর্ব পাশে নাভা অটো রাইস মিল মাঠে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সালুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব দেলোয়ার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত খাঁন, সাধারণ সম্পাদক এম এ হান্নান, সাবেক সহ-সভাপতি মোঃ কিতাব আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খাঁন শাজাহান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ আলম, সালুয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি একে এম ফরিদ উদ্দিন খাঁন ও উপজেলা যুবদলের আহ্বায়ক আজাহার উদ্দিন লিটন প্রমুখ। এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ সহ মরহুমের নিকটাত্মীয়স্বজন। এ সময় বক্তাগন তাদের বক্তব্যে মরহুম আমির চাঁন ডিলারের বর্নাট্য রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। প্রধান অতিথি মোঃ শরীফুল আলম এর আগে সদ্য প্রয়াত বিএনপি নেতা মোঃ আমির চাঁন ডিলারের কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। উল্লেখ্য, বিএনপি নেতা মরহুম আমির চান ডিলার গত (৭ জুন) বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বাজিতপুরের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ এণ্ড হাসপাতালে ইন্তেকাল করেন। পরে ঐদিন বিকাল ৬ টায় সালুয়া ঐতিহাসিক ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে মরহুমদের মরদেহ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে মরহুম আমির চাঁন ডিলারসহ সালুয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রয়াত নের্তৃবৃন্দদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম রফিক।