শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৩৬ পূর্বাহ্ন
এম.এ হালিম,বার্তাসম্পাদক ॥
ভৈরবে ভ্র্যাম্যমান আদালতের অভিযানে অবৈধ বিদ্যুৎ বিচ্ছিন্ন ও ২২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
আজ রোববার সকাল থেকে দিনব্যাপী ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে কালিকাপ্রসাদ, সাতমূখীর বিল,জগন্নাথপুরে বিদ্যূৎ বিভাগ অবৈধ ১৫ টি বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে এবং ২২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় ।
ভ্র্যাম্যমান আদালত সূত্রে জানাযায়,গ্রাহকদের বকেয়া বিদ্যুৎ বিল ও সরকারি রাজস্ব আদায়ে ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ১৫টি বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ২২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন ময়মনসিংহ জেলা যুগ্ন দায়রা জজ রাজিবুল ইসলাম, ভৈরব আবাসিক বিদ্যুৎ বিতরন বিভাগের সহকারি প্রকৌশলী ইমরান হোসেন তালুকদার ও উপ-সহকারি প্রকৌশলী জাহেদ ইকবাল প্রমূখ । এ সময় ভ্র্যাম্যমান আদালতকে সহযোগিতা করেন ভৈরব থানা পুলিশ ।
এ বিষয়ে ভৈরব বিদ্যুৎ বিভাগের আবাসিক নির্বাহী প্রকৌশলী শামিম আহমেদ জানান, ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে কালিকাপ্রসাদ, সাতমূখীর বিল,জগন্নাথপুরে বিদ্যূৎ বিভাগ অবৈধ ১৫ টি বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে এবং ২২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অবিযান অব্যাহ থাকবে ।