শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৪ অপরাহ্ন
এম.এ হালিম,বার্তা সম্পাদক:
পদ্মা সেতু উদ্ধোধন উপলক্ষ্যে ভৈরবে আনন্দ র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি করে হয়ে শহীদ আইভি রহমান ষ্টেডিয়াম প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় ।
র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ,সহকারি কমিশনার ( ভ’মি) মোঃ জুলহাস হোসেন সৌরভ, পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ,সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শির্ক্ষার্থীরা অংশ নেয় । পরে বঙ্গ-বন্ধু হল রুমে প্রজেক্টরের মাধ্যমে পদ্মা সেতুর উদ্ধোধন প্রদর্শন করা হয়। উদ্ধোধন অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।