শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

লিসিচানস্কে গোলাবষর্ণ চলছে অবিরাম: গভর্নর

লিসিচানস্কে গোলাবষর্ণ চলছে অবিরাম: গভর্নর

রুশ বাহিনী দিনভর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লিসিচানস্কে একের পর এক গোলাবর্ষণ চালাচ্ছে বলে জানিয়েছেন লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই।

সেরহি হাইদাই বলেন, আমি যা বুঝি তা থেকে রাশিয়া কেবল নিজেদের ক্লান্ত করে ফেলেছে এবং ইউক্রেনের পুনরায় একত্রিত হওয়া বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন, হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। কারণ গোলাগুলিতে কোনো বিরতি না থাকায় পরিস্থিতি বোঝা যাচ্ছে না।

সেভেরদনেৎস্ক শহরে থাকা হাইদাই বলেন, সমস্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। কোনো কেন্দ্রীভূত এলাকায় পানি, বিদ্যুৎ বা গ্যাস নেই।

তিনি বলেন, অ্যাজোট রাসায়নিক প্ল্যান্টের কয়েকটি বোমা পড়ার খবর পাওয়া গেছে। আশ্রয়কেন্দ্রে ৫৩৮ বেসামরিক লোক রয়েছেন। তাদের বেশিরভাগই কারখানার কর্মচারী ও ৩৮ জন শিশু রয়েছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana