রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন
এম.এ হালিম, বার্তাসম্পাদক:
ভৈরবে আস্থা লাইফ ইন্স্যুরেন্স শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভৈরব বাজার আসমত টাওয়ার ৩য় তলায় এই শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্ধে¦াধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মূখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম,পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আল মামুন, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক, শাখা ব্যবস্থাপক রোকনুজ্জামান খোকন, কর্মকর্তা আলহাজ্ব সজীব আহমেদ প্রমূখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি মানুষের জীবনে নিশ্চিয়তার জন্য বিভিন্ন রকমের বীমা করে থাকেন। কিন্তু আমাদের দেশে যেসকল বীমা প্রতিষ্ঠান রয়েছে। সেসব প্রতিষ্ঠানগুলির উপর বেশিভাগ মানুষের আস্থা নেই। সেসব ধারণা থেকে জনগণকে ইন্স্যুরেন্সে আগ্রাহী ও আস্থা গড়ে তোলার জন্যই বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি তত্বাবধানে গড়ে উঠেছে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আমাদের প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হলো জনগণের জীবনের নিশ্চয়তা বীমা করার আগ্রাহী করা ছাড়া ও এই প্রতিষ্ঠানে যেন কোন অসাধু কর্মকান্ড পরিচালিত না হয় সেদিকে কঠোরভাবে নজরদারি রাখছেন কর্তৃপক্ষ। শাখা উদ্বোধনী শেষে প্রথম দিনে নবগঠিত শাখা থেকে নাজমুল আলম নামের এক গ্রাহক এক কোটি টাকার একটি ইন্স্যুরেন্স গ্রহণ করেন।