শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৫১ অপরাহ্ন
আমিনুল হক সাদী:
কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার ১১৪জন অসহায় জটিল রোগীকে সমাজসেবা অধিদপ্তরে মাধ্যমে সরকার ৫৭ লক্ষ টাকা সহায়তা প্রদান করেছে।
মঙ্গলবার (১৪জুন)দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে প্রত্যেক রোগীর হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মুহাম্মদ শামীম আলম। এসময় উপস্থিত ছিলেন এডিসি মুহাম্মদ গোলাম মোস্তফা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খান,সিভিল সার্জন কার্য়ালযের মেডিক্যাল অফিসার ড. মাহবুবুর রহমান ও জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল । ক্যান্সার লিভার সিরোসিস,থেলাসেমিয়া,কিডনী, স্ট্রোকেপ্যারালাইজড এবং জন্মগত হৃদরোগীদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
তাদেরকে যার যার এলাকার সোনালী ব্যাংকে ১০ টাকার হিসাব খুলে তাতে চেকটি জমা দিয়ে টাকা উত্তোলন করতে বলা হয়েছে। এসব টাকা যেন চিকিৎসা ব্যতীত অন্য কোন কাজে ব্যয় না করা হয়,সেই পরামর্শও দেওয়া হয়।