শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন

হাওর উপজেলা মিঠামইনে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির এৈমাসিক সভা 

হাওর উপজেলা মিঠামইনে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির এৈমাসিক সভা 

শাহ মোঃ সারওয়ার জাহান :
দেশ থেকে ২০৪০ সালের মধ্যে তামাকের  ব্যবহার কমিয়ে আনা, তামাক পণ্যে উচ্চ করারোপের ফলে চাহিদা ও  সহজলভ্যতা
হ্রাস করার লক্ষে  মিঠামইন উপজেলা  টাস্কফোর্স কমিটির এৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও টাস্কফোর্স কমিটির সভাপতি আব্দুল্লাহ  আল মামুন  এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা  এবং  টাস্কফোর্স সদস্য সচিব  ডাঃ আব্দুল্লাহ আল শাফী।
এতে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি মোঃ ইব্রাহিম  মিয়া, উপজেলা কৃষি অফিসার মোঃ  রাফিউল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কলিন্দ্রনাথ গোলদার, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  শরীফ কামাল, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলেছুর রহমান ভুইঁয়া, কেওয়াড়জোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আবুল কালাম, উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান , উপজেলা শিক্ষা অফিসার  মোঃ  শহিদুল্লাহ,  উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা  ইমাম মমুন  মজুমদার, উপজেলা  সমাজসেবা কর্মকর্তা মোঃ মেহেদী  হাসান,  উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা  শারমিন  সুলতানা সুমি,  উপজেলা  পঃ পঃ কর্মকর্তা  মোঃ  আনজুমান ইসলাম,  উপজেলা  স্যানিটারী ইন্সপেক্টর  মোঃ  সজিম উদ্দিন।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য গণ নিম্নোক্ত বিষয়ে আলোচনা  করে গুরুত্বপূর্ণ  মতামত ও বাস্তবায়নে সদিচ্ছা প্রকাশ করেন।
তামাকজাত দ্রব্যের  ক্ষতিকর দিক নিয়ে  জনসচেতনতা সৃষ্টির লক্ষে গণ উব্দুদ্বকরণ, বিজ্ঞাপন অপসারণ, পাবলিক প্লেসে নো স্মোকিং সাইনেজ স্হাপন, শুল্ক ফাঁকি দিয়ে ও স্বাস্থ্য সতর্কীকরণ  বার্তাবিহীন নিম্নমানের তামাকজাত সামগ্রী বাজারজাত বন্ধ করা,  তামাকজাত দ্রব্য অপ্রাপ্ত বয়স্কদের নিকট বিক্রয়ে শাস্তি নিশ্চিত  করতে নিয়মিত  মোবাইল কোর্ট  পরিচালনা ইত্যাদি বাস্তবায়নের এৈমাসিক রিপোর্ট জেলা ও কেন্দ্রে  প্রেরণের  সিদ্ধান্ত গৃহীত হয়।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana