মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০৮:০৯ অপরাহ্ন
এম.এ হালিম,ভৈরব ( কিশোরগঞ্জ ) :
বিশ্ব রক্ত দাতা দিবস ও ব্লাড ফর ভৈরবের ৭ হাজার রক্তদাতা পূরণ হওয়ায় র্যালি, আলোচনাসভা ও অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে ।
রক্ত সৈনিক, ব্লাড ফর ভৈরব স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের কমলপুর নিউ টাউন এলাকা থেকে একটি র্যালি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দূর্জয় মোড়ে গিয়ে শেষ হয় ।
পরে ৩০টি অসহায় বেদে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয় । এ সময় রক্ত সৈনিকের প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল হক বাদল ও নজরুল ইসলাম, ব্লাড ফর ভৈরব এর সভাপতি কায়সার হৃদয় বলেন। অসহায়,অসুস্থ ও গরীব মানুষের রক্তের প্রয়োজনে ,রক্ত দিয়ে জীবন বাচাঁতে সবাই যেন বিনয়ের সহিত এগিয়ে আসে,মানুষের কল্যাণে কাজ করে ।