বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:০৯ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ সদর উপজের জুন মাসের আইন-শৃঙ্খলা কমিটিসহ ১০টি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১৩ জুন দিনব্যাপী সদর উপজেলা পরিষদের হল রুমে এসব সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আ. সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, কিশোরগঞ্জ মডেল থানার এস আই মোবারক রেহাসেন, যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, বিন্নাটী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, মারিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান হলুদ, রশিদাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, মাইজখাপন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ তারু, লতিবাবাদ ইউপি চেয়ারম্যান আ.রাজ্জাক, ঐতিহাসিক পাগলা মসজিদের ইমাম মাও. মুফতি খলিলুর রহমান, সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা, কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী প্রমুখ।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী জানান,সোমবার সকালে প্রথম অনুষ্ঠিত হয় উপজেলা কৃষিঝণ কমিটির সভা। পরে পর্যায়ক্রমে উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভা,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা,চোরাচালান টাস্কফোর্স প্রতিরোধ কমিটির সভা,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা,উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা,আশ্রয়ন ট্্রাস্কফোর্স কমিটির সভা, টিসিবির মনিটরিং কমিটির সভা।
এসব সভায় সংশ্লিষ্ট সদস্যগণসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।