সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:০১ অপরাহ্ন
এম.এ হালিম,বার্তা সম্পাদক ॥
কিশোরগঞ্জের ভৈরবে ১৫টি হত্যা ও ৫টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সন্ত্রাসী জুয়েলকে গ্রেফতার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পর আভিযানিক দল ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর কান্দির পাড় এলাকায়একটি ভাড়া বাসা থেকে জুয়েল কে আটক করা হয় । পরে তার স্বীকারোক্তিনুযায়ী রোববার গভীর রাতে ব্র্যাক্ষনবাড়িয়া জেলার কসবা থানার চকবস্তি গ্রামে জুয়েলের বসতঘর থেকে ১টি বিদেশী রিভলভার ও ২ রাউন্ড গুলি , ৬ শ পিছ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয় । প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে কুমিল্লা,নারায়নগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন থানায় ১৫টি হত্যা মামলা ও ৫টি মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি সে । জিজ্ঞাসাবাদে সে জানায় সে কুমিল্লায় অবস্থান করে মাদক ও অস্ত্র ব্যবসা পরিচালনা করে আসছে । গেস্খফতারকৃতের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ।