বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৩৯ পূর্বাহ্ন
একুশে ডেস্ক:
অর্থপাচার মামলায় আগাম জামিন দিয়েছেন লাহোরের একটি বিশেষ আদালত। শনিবার এই মামলার শুনানিতে জামিনের বিষয়ে আবেদন করা হলে তাদের আগাম জামিন দেওয়া হয়।
এর আগে সর্বশেষ শুনানিতে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) বর্তমান প্রধানমন্ত্রী ও তার ছেলেকে গ্রেফতার করতে চাওয়ার বিষয়টি জানিয়েছিল।
ওই শুনানিতে আদালত জিজ্ঞেস করেন, অর্থ পাচার মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা দরকার কি না, ওই সময় এফআইএ’র আইনজীবী বলেন, চালানের তথ্য অনুযায়ী, অধিকতর তদন্তের জন্য তাদের গ্রেফতার করা প্রয়োজন।
এরপরই প্রধানমন্ত্রীকে গ্রেফতারের শঙ্কা দেখা দেয়। তবে সেটি শনিবার পরিস্কার হয়ে গেছে।
এদিকে আগাম জামিনের জন্য তাদের দুইজনকে ১০ লাখ পাকিস্তানি রুপি জামানত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
তাছাড়া এই মামলায় অন্য সন্দেহভাজনদেরও আগাম জামিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জামিন দেওয়ার সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার ছেলে হামজা শাহবাজ আদালতে উপস্থিত ছিলেন।
তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ করা হয়েছে।