স্টাফ রিপোর্ট: শুক্রবার, সকাল ৯ ঘটিকায় থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল হলে ভোরের আলো সাহিত্য আসরের ৭৫৪ তম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ হালিম তালুকদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা কিশোরগঞ্জ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা লায়ন মোঃ জাহাঙ্গীর আলম, সংগঠনের সাধারণ সম্পাদক লেখক আমিনুল হক সাদী, নারী পক্ষের সভানেত্রী সুবর্না দেবনাথ, সাবেক কাউন্সিলর প্রতিমা কর, কবি জুটন দাস, শিল্পী জহিরুল হাসান রুবেল, মুক্তিযুদ্ধের প্রজন্ম মোঃ শাহীন মিয়া, লেখক ও গীতিকার মোঃ মর্তুজা জামাল, মির্জা মাহবুবা বেগ, শিল্পী মোঃ আরিফুল ইসলাম ইমন, আবু তোরাব মোঃ ফুরকান উদ্দিন ও মো জনি মিয়া।
অনুষ্টানে মির্জা মাহবুবা বেগের মামলা নিয়ে আলোচনা হয়। তা ছাড়া প্রিয় নবী হজরত মুহাম্মদ (সঃ) ও ওনার স্ত্রী আয়েশা (রাঃ) এর ওপর কটুক্তির প্রতিবাদ করা হয়। শেষে এমএ হালিম তালুকদার সকলকে ১৯৭১ সনের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল অসঙ্গতির বিরুদ্ধে লড়ে যাবার আহবান জানান। যেমনভাবে লড়ে যাচ্ছেন এ প্রজন্মের মুক্তিযোদ্ধা রেজাউল হাবিব রেজা। কিছুদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মহাকালের মহাস্মারকে একটি ওইতিহাসিক লেখা স্থান পাওয়া ও ভোরের আলো সাহিত্য আসরকে উর্ধ্বে তুলে ধরায় রেজা হাবিবকে অতি শীঘ্রী সংবর্ধনা ও সম্মাননা প্রদান করার ঘোষনা করেন তিনি। ওনার শেষ ভাষনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।