শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন

ভৈরবে গরীবের ডাক্তার নলীনী রঞ্জনের স্মরণসভা

ভৈরবে গরীবের ডাক্তার নলীনী রঞ্জনের স্মরণসভা

এম.এ হালিম,বার্তা সম্পাদক:
ভৈরবে গরীবের ডাক্তার, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডাঃ নলীনী রঞ্জন দাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।  কাকলী খেলাঘর আসরের আয়োজনে আজ মঙ্গলবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে অধ্যক্ষ শরীফ আহমেদের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, সাবেক ভৈরব পৌরসভার মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাছ, বীর মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মির্জা সোলায়মান, ডাঃ ইন্দ্রজিত দাস, প্রেসক্লাব সাধারন সম্পাদক ও পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ, হাজি আসমত কলেজের সাবেক অধ্যাপক ফজলুল হক,সাবেক অধ্যক্ষ  একে মোবারক আলী,বিআর হাই স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক শরীফ হোসেন, লেখক ও অধ্যাপক মোঃ শহীদুল্লাহ, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক,সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান আমিন,বৈশাখী টিভি ও কালের কণ্ঠের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দীন আহমেদ প্রমূখ।  এ সময় বক্তা বলেন,নলীনী রঞ্জন দাস ছিলেন,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রগতিশীল রাজনীতিবিদ,শিক্ষানুরাগী এবং গরীবের ডাক্তার।   তিনি রাজনীতি করতেন মুক্ত চিন্তার  ও মানব কল্যাণে। তার মধ্যে কোন লোভ- লালসা ছিলনা। কোন কিছু পাওয়ার জন্য তিনি রাজনীতি করেননি। তিনি একজন চিকিৎসক হিসেবে গরীবের ডাক্তার হিসেবে সুনাম কুড়িয়েছেন। কখনো তিনি গরীব রোগীদের কাছ থেকে ফি নিতেন না।  এমনকি কোন রোগীদের ঔষধ কেনার টাকা না থাকলে নিজের টাকায় ঔষধ কিনে দিতেন।  এমন মানুষ বিরল। এছাড়া  শিমুলকান্দি হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি শেষ বয়সে ও দায়িত্ব পালন করেন।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana