শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:২০ পূর্বাহ্ন

হোসেনপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

হোসেনপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২২ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অবহিতকরণ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবদ্যুাল্লাহ আল-শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
অন্যান্যের মধ্যে-উপজেলা শিক্ষা অফিসার মো.আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, সহকারী সার্জন ডা: কামরুন নাহার লিজা, পরিসংখ্যাবিদ মো. আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও সাংবাদিকবৃন্দ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সহকারী সার্জন ডা: দেবাঞ্জন পন্ডিত জানান, আগামী ১২ জুন হতে ১৫ জুন চার দিনের ক্যাম্পেইনে ৩২ হাজার ৯৫০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১৪৫টি ঠিকাদান কেন্দ্রে ২৯০ জন টিকাদান কর্মী এবং ৪৩৫ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন ।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana