সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:০০ পূর্বাহ্ন
এম.এ হালিম ,বার্তাসম্পাদক ॥ ভৈরবে প্রধান মন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গ-বন্ধু সম্মেলন কক্ষ্যে আজ বুধবার সকাল থেকে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য এবং পদ্বতি অবহিতকরন সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ । এছাড়া ও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ( ভ’মি) মোঃ জুলহাস হোসেন সৌরভ । উদ্ভাবনী ১০টির মধ্যে রয়েছে সবার জন্য বিদ্যুৎ,নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ,সামাজিক নিরাপত্তা কর্মসূচী, শিক্ষা সহায়তা, পরিবেশ সুরক্ষা, পল্লী সঞ্চয় ব্যাংক, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ ও ডিজিটাল বাংলাদেশ
প্রশিক্ষণে এ ১০টি সমস্যা চিহ্নিত করন এবং সমাধানে করনীয় কি সে বিষয়ে দলগতভাবে তুলে ধরা হয় । প্রশিক্ষণে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ ৫১ জন প্রশিক্ষণার্থী অংশ নেয় ।