মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০৭:৩৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অনাস্থা ভোটে টিকে যাওয়ায় তিনি খুব খুশি হয়েছেন।
সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা ভোট হয়। তার নিজ দল কনসারভেটিভ পার্টির সদস্যদের অনুরোধেই এ ভোট হয়।
তবে ১৮০ জনের কম সদস্য অনাস্থা ভোট দেওয়ায় প্রধানমন্ত্রিত্ব টিকে যায় বরিস জনসনের।
গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিকে বরিস জনসনের ওপর হওয়া অনাস্থা ভোট নিয়ে প্রশ্ন করে।
সেই প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, বরিস জনসনের প্রধানমন্ত্রিত্ব টিকে যাওয়া ইউক্রেনের জন্য অনেক ভালো খবর এবং আমি এজন্য খুব খুশি।
জেলেনস্কি আরও বলেন, বরিস জনসন হলেন ইউক্রেনের সত্যিকারের বন্ধু। আমি তাকে আমাদের মিত্র হিসেবে গণ্য করি এবং গ্রেট ব্রিটেনকে একজন গ্রেট মিত্র হিসেবে গণ্য করি।
এদিকে রাশিয়ার বিরুদ্ধে চলমান এ যুদ্ধকে ‘আমাদের দেশের স্বাধীনতা এবং মুক্তির যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন জেলেনস্কি। তিনি বলেন, অচলাবস্থা তৈরি করা আমাদের জন্য কোনো উপায় না।
তিনি আরও বলেন, ইউক্রেনকে অবশ্যই তাদের অঞ্চলগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে হবে। শুধুমাত্র অঞ্চলকে অক্ষত রাখার জন্য আমরা ইতিমধ্যে অনেক মানুষকে হারিয়েছি।