শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ 

কিশোরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ 

মো: সারওয়ার জাহান:
কিশোরগঞ্জ জেলা প্রশাসনের  উদ্যোগে  তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে  জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও  কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে দিন ব্যাপী  তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জেলা কালেক্টরেট মিলনায়তনে  ৬ জুন  সোমবার সকালে  উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে  জেলা প্রশাসক  মোহাম্মদ শামিম আলম  প্রধান  অতিথি হিসেবে  বক্তব্য  রাখেন।
অতিরিক্ত  জেলা ম্যাজিষ্ট্রেট  ফারজানা খানম  এর সভাপতিত্বে সভায় প্যানেল আলোচক ছিলেন  সিভিল সার্জন  ডাঃ সাইফুল ইসলাম,   অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা  ও আইসিটি )  মোহাম্মদ  গোলাম মোস্তফা ,  অতিরিক্ত পুলিশ সুপার  ( অপরাধ) মোঃ নূরে আলম ।
মূল প্রবন্ধ উপস্থাপন  করেন মেডিকেল অফিসার  ডাঃমোহাম্মদ মাহবুবুর রহমান । উন্মুক্ত আলোচনায়  বক্তব্য রাখেন  ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক  মোহাম্মদ  মোহসীন, তামাক নিয়ন্ত্রণ সংগঠন কাইডস এর প্রতিনিধি  সাংবাদিক শাহ মোঃ  সারওয়ার জাহান, অধ্যক্ষ  মোঃ আজিজুল হক, বিআরটিএ সহকারী পরিচালক  মোঃ বখতিয়ার  উদ্দিন , সিনিয়র  হেলথ এডুকেশন অফিসার মোঃ  ওবায়দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের এক পর্যায়ে স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়  স্বাস্হ্য  সেবা বিভাগ এর উপ সচিব জাকিয়া পারভিন আগত অতিথিদের  মাঝে  অনলাইনে শুভেচ্ছা  বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ  শেষে  ধূমোন তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন জেলা  টাস্কফোর্স কমিটির  সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় তামাকের বিরুপ ব্যবহার, বিজ্ঞাপন অপসারণ, কর ফাঁকি রোধ,  সর্বোপরি  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  কর্তৃক   ২০৪০ সালের মধ্যে  তামাকমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা বাস্তবায়ন করতে বিভিন্নমূখী কার্যাবলী গৃহিত হয়।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana