শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

দীর্ঘ ১৮ বছর পর ইটনা উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত সভাপতি কামরুল,সম্পাদক সোহরাব

দীর্ঘ ১৮ বছর পর ইটনা উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত সভাপতি কামরুল,সম্পাদক সোহরাব

স্টাফ রিপোর্টার:
দীর্ঘ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ইটনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক  সম্মেলন (১ম ও ২য় অধিবেশন) অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ইটনা উপজেলা আ.লীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড মোঃ জিল্লুর রহমান।প্রধান বক্তা ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম. এ আফজল।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা,সদস্য জালাল মহিউদ্দিন,সদস্য এড.সানজিদা খানম,সদস্য এবিএম রিয়াজুল কবির কাউছার,কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন,কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রেজওয়ান আহাম্মদ তৌফিক,কিশোরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর লিপি,সাবেক সাংসদ সোহরাব উদ্দিন,জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু,সাংগঠনিক সম্পাদক পীযুষ কান্তি সরকার,ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরি কামরুল হাসান,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাছির উদ্দিন রিপন,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।এছাড়াও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে ২য় অধিবেশনে ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসানকে সভাপতি এবং সোহরাব উদ্দিন ঠাকুরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana