বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা পানিতে পড়ে মোঃ আরাফাত হাসান নামে সাড়ে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আরাফাত হাসান ওই গ্রামের পছো হাজীর বাড়ির মোঃ আনার মিয়া ছেলে।
জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু আরাফাত হাসান বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে আরাফাত হাসান ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার শিশুকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।