সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:১১ অপরাহ্ন
একুশে ডেস্ক:
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো কিয়েভের বাইরে পা রেখেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রথমবারের মতো সম্মুখ যুদ্ধক্ষেত্র পরিদর্শনে রোববার খারকিভে বিরল সফর করেছেন তিনি। তবে জেলেনস্কির সেই সফরের পরই খারকিভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
কয়েক সপ্তাহ তুলনামূলক শান্ত থাকার পর সম্প্রতি খারকিভে ফের গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর থেকে রাজধানী কিয়েভেই ছিলেন জেলেনস্কি। যুদ্ধ শুরু হওয়ার ৯৫ দিন পর কিয়েভ ছেড়ে খারকিভে যান তিনি।
জেলেনস্কি খারকিভে যুদ্ধরত সেনাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের জন্য ও দেশের জন্য আপনারা জীবনের ঝুঁকি নিয়েছেন। আপনাদের এই অবদানের জন্য সবাইকে ধন্যবাদ জানাই।
জেলেনস্কি সেনাদের উপহার দিয়েছেন বলেও প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে।