বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:১০ অপরাহ্ন
কুলিয়ারচর প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহ ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দূর্বৃত্তদের হাতে রাজনৈতিক প্রতিহিংসার বলি মোঃ আব্দুল আউয়ালের কবর জিয়ারত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন। শনিবার (২৮ মে) বাদ আছর দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে দূর্বৃত্তদের হামলায় নিহত মোঃ আব্দুল আওয়াল এর কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত শেষে মরহুমের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের খোঁজ খবর নেন তিনি। পরে সন্ধ্যার দিকে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের গুলিতে নিহত যুবলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন এর কবর জিয়ারত করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত শেষে তাঁর পরিবারের খোঁজ খবর নেন। ঐ দিন তিনি লক্ষ্মীপুর বাজারে ও বড়চারা বাজারে গিয়ে নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় করে তাদের খোঁজ খবর নেন।