বুধবার, ২২ মার্চ ২০২৩, ১১:০৩ অপরাহ্ন
এম.এ হালিম,বার্তাসম্পাদক ॥ মুজিব শতবর্ষে ভৈরবে রেলওয়ে ষ্টেশন-বঙ্গবন্ধু সড়কের সংস্কার কাজের উদ্ধোধন করা হয়েছে । দীর্ঘ ১ বছরের ও অধিক সময় ধরে রেলওয়ে ষ্টেশনের ট্রেন যাত্রী,পঞ্চবটি ,আমলাপাড়া ও জগন্নাথপুর গ্রামের শত শত পথচারীর একমাত্র যাতায়াতের এ সড়কটি বেহাল অবস্থার কারনে দূভোগ পোহাতে হয়েছে এ সড়কের পথচারীদের । গত দেড় মাস আগে সড়কটি সংস্কার কাজের টেহুার দয়ে রেল মন্ত্রণালয় র্। রেল মন্ত্রণালয়ের অর্থায়নে ৫৪ লাখ টাকা ব্যয়ে সড়কটি সংস্কার কাজের টেন্ডার পায় আনোয়ারুল ইসলাম বাবু নামে ঠিকাদারি প্রতিষ্ঠান । সংস্কার কাজ শেষ হলে দূর্ভোগ থেকে রেহাই পাবে ভোক্তভোগীরা ।আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরববাজার জংশন ষ্টেশনে আলোচনাসভা ও দোয়া মাহফিল শেষে ভৈরব রেলওয়ে ষ্টেশন / বঙ্গবন্ধু স্মরণী পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্ধোধন করেছেন ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ইফতেষার হোসেন বেণু ।এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু । রেরওয়ে শৃমিক লীগের সাধারন সম্পাদক কিেিশার নারায়ন চেšধুরী ,উপ-সহকারি নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল হাসান প্রমূখ । এ সময় মেয়র সহ বক্তারা বলেন কাজের সিডিউল অনুযায়ী গুণগত মান বজায় রেখে যেন কাজ সম্পন্ন করেন । কাজে অনিয়ম বা নি¤œমানের কাজ বরদাস্ত করা হবেনা বলে হুশিয়ারী সতর্ক দেন ।