বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ০২:০০ অপরাহ্ন
খেলা ডেস্ক:
ঢাকা টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের করণে পরাজয়ে শঙ্কিত মুমিনুলরা। প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ, দ্বিতীয় ইনিংসে ২৩ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে।
শুক্রবার শেষ দিনে অপরাজিত থাকা মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকতরা যদি দায়িত্বশীল ব্যাটিং করতে না পারেন তাহলে হার এড়ানো প্রায় অসম্ভব।
এ ব্যাপারে সাকিব আল হাসান বলেন, দলকে বাঁচাতে গেলে আমরা যে ৬ উইকেট আছি সবাইকে এখন অবদান রাখতে হবে। তা না হলে ম্যাচ বাঁচানো কঠিন। শুক্রবার প্রথম ঘণ্টায় ওরা ফুল অ্যাটাক করবে, খুবই স্বাভাবিক। আমরা হলেও একই কাজ করতাম। আমাদের এই চাপ সামলাতে হবে। লাঞ্চ পর্যন্ত যদি উইকেট না হারাই, একটা অবস্থানে আসার চেষ্টা করতে পারব।
তিনি আরও বলেন, এখন দলের যে পরিস্থিতি, সেঞ্চুরির চেয়ে ৩ ঘণ্টা যদি ব্যাটিং করতে পারি… মুশফিক-লিটন যদি লাঞ্চ পর্যন্ত খেলতে পারে এবং আমি তারপর ৩ ঘণ্টা ব্যাট করতে পারি, এটা সেঞ্চুরির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। লাঞ্চের আগে ১ উইকেটের বেশি পড়ে গেলেই আমরা খুব বাজে অবস্থায় থাকব। যখন দুই ব্যাটার সেট হয়ে যাবে তাদের আউট করা কঠিন। পেসাররা বড়জোর ৫-১০ ওভারের স্পেল করতে পারবে। এই গরমে ওরা কতক্ষণ বল করতে পারবে? লাঞ্চের আগে সর্বোচ্চ ২০ ওভার করতে পারবে। এই হুমকি সামলাতে পারলে আমাদের জন্য সহজ হয়ে যাবে।