সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৫৩ অপরাহ্ন
খেলা ডেস্ক:
কাঁধের চোট নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝ পথেই দেশে ফেরেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। তাসকিনের ইনজুরি জাতীয় দলের দুয়ার খুলেছে পেসার খালেদ আহমেদের জন্য।
তিনি আরও বলেন, তবে কোনো একজনের ম্যাচ মিস করা মানে আরেক জনের সুযোগ। এবাদত ও খালেদের জন্য এটা শেখার আরেকটা সুযোগ। আমি চাই, সবাই যেন ওদের শেখার প্রক্রিয়াটায় চোখ রাখে ও ধৈর্যশীল থাকে। খালেদ সবসময়ই শিখছে।
চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ১৬ ওভারে ৬৬ রান দিয়ে উইকেট সাফল্য পাননি খালেদ। চলমান ঢাকা টেস্টেও ১৫ ওভারে ৬২ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি।
এ ব্যাপারে টাইগাদের কোট দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডোনাল্ড বলেন, খালেদ আজ ঠিক মতো বল করতে পারেনি। তবে কাল খুব গুরুত্বপূর্ণ দিন। সকালে আমাদের কিছু উইকেট দরকার। পিচও প্রতিদিন সকালে কিছুটা সহায়তা দিচ্ছে।