সোমবার, ০৫ Jun ২০২৩, ০৪:১১ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বাজিতপুরে দুদিনব্যাপী শিশুমেলা সম্পন্ন হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহায়তায় মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে সমাপনী দিনে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোরশেদা খাতুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী। বিশেষ অতিথি ছিলেন বাজিতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবীর। সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ শামসুল হক। মেলা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গ্রুপের বিজয়ীদেরকে পুরষ্কার বিতরণ করা হয়েছে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা তথ্য অফিসার কর্মকর্তাগণ ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিকদলের ব্যাক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।