সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন

কিশোরগঞ্জে শ্রেষ্ঠ ইমামদের বাচাই ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শ্রেষ্ঠ ইমামদের বাচাই ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত

আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ প্রতিনিধি  : 
কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমামদের বাচাই ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলা ইফা কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ গোলাম মোস্তফা । এতে সভাপতিত্ব করেন ইফার ডিডি মুহাম্মাদ মহসীন খান।
বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামীমীলীগের ধম বিষয়ক সম্পাদক একে এম শামসুল ইসলাম খান মাসুম। আলোচক ছিলেন, হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার প্রিন্সিপাল মাও.আজিজুল হক,কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাও হিলালুদ্দিন।
বক্তারা সমাজের অসঙ্গতি দূর করার জন্য, সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে এবং সামাজিক সমস্যা নিরসসহ মাদক প্রতিরোধে  প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষে ইমামদের যথাযথ ভূমিকা পালন করার আহবান জানান।
সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
এ সময় জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, ধর্মীয় নেতা ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana