সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:১৩ অপরাহ্ন
হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পোড়াবাড়িয়া এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের চাপায় গোলাম রাব্বী (০৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাজিপুর-হোসেনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত গোলাম রাব্বী ওই এলাকার সাহাব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে উপজেলার হাজিপুর- হোসেনপুর সড়কের পাশে দাঁড়িয়েছিল গোলাম রাব্বী। এসময় একটি নসিমন তাকে চাপা দিলে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।