শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

কটিয়াদী সরকারি কলেজে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

কটিয়াদী সরকারি কলেজে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

দর্পন ঘোষ, কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘ক্যাম্পাস রাখি পরিস্কার, শুদ্ধতায় হোক বসবাস’ স্লোগানে অধ্যক্ষ মোজাফ্ফর উদ্দিন আহমদ স্মৃতি সংসদের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কটিয়াদী সরকারি কলেজে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম। এ সময় কটিয়াদী সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মো. মাহবুবুর রহমান, অধ্যক্ষ মোজাফ্ফর উদ্দিন আহমদ স্মৃতি সংসদের আহ্বায়ক বদরুল আলম নাঈম, দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক জিসান আজাদ, রক্তদান সমিতির সমন্বয় পর্ষদ সদস্য মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান সোহাগ, নাট্যকর্মী সাব্বির আহমেদ, সমাজকর্মী আশরাফিজুর রহমান হৃদয়, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন রিপন, সংগঠনের সদস্য মুশফিক রিফাত, জুবায়ের আহমেদ, আব্দুল্লাহ আবেদীন, কাওসার আহমেদ, আফরোজা আক্তার, স্বপ্না, সোনিয়া, ফিজা, ফারজানা আক্তার মীম, তামান্না আক্তার মনি, বৃষ্টি আক্তার, শাহানারা, তানজীনা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক বদরুল আলম বলেন, আসুন যত্রতত্র ময়লা না ফেলে নিজেদের পরিবেশ পরিচ্ছন্ন রাখি। পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মাসে অন্তত একবার বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি। পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তুলি। পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতা করে কটিয়াদী সরকারি কলেজ রোভার ইউনিট।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana