রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:১৬ অপরাহ্ন
হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্র্রাক্টর চাপায় মো. রাফি (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু রাফি একই এলাকার ওয়াসিম মিয়ার ছেলে।
জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে ওই এলাকায় রাস্তার পাশে রাফি তার বাবার সঙ্গে দাঁড়িয়েছিল। এ সময় বাবার কাছ থেকে হঠাৎ দৌঁড়ে রাস্তা পার হতে গেলে ধান বহনকারী একটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।
হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।